27 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - এপ্রিল ৪, ২০২৫
Bnanews24.com
Home » মার্কিন পণ্যে আরোপকৃত শুল্ক পর্যালোচনা করছে এনবিআর: শফিকুল আলম

মার্কিন পণ্যে আরোপকৃত শুল্ক পর্যালোচনা করছে এনবিআর: শফিকুল আলম


বিএনএ, ঢাকা : বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক রিভিউ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পর আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৩২ মিনিটে ফেসবুক পোস্টের মাধ্যমে এক প্রেস বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্কহার যুক্তিসংগত করার বিকল্পগুলো খতিয়ে দেখছে, যা বিষয়টি সমাধানের জন্য জরুরি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং দেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মার্কিন সরকারের সঙ্গে আমাদের চলমান কাজ এই শুল্ক ইস্যু মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করছি।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ