হাটহাজারী(চট্টগ্রাম): উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে দ্রুতগামী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী মামাতো- ফুফাতো ভাই নিহত হয়েছে। মঙ্গলবার ( ২ এপ্রিল ২০২৪) রাত ৮টার দিকে হাটহাজারী থানাধীন নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহতরা আত্মীয়ের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। নিহতরা হলেন, ফটিকছড়ির সুন্দরপুর এলাকার মো. মিরাজ ও সমিতিরহাট ইউনিয়নের মো. ফারুক। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বলে জানা গেছে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরেফিন আজিম সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় আহত দুই যুবককে অচেতন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত করার জন্য মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিয়েছে হাটহাজারী থানা পুলিশ।
আরও পড়ুন : রাউজানে অটোরিক্সা-বাইক সংঘর্ষে দুইজনের মৃত্যু
বিএনএ,এসজিএন/হাসনা