21 C
আবহাওয়া
১১:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত রিয়াজ

করোনায় আক্রান্ত রিয়াজ

রিয়াজ

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক রিয়াজ আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। ২৮ মার্চ কোভিড-১৯ টেস্ট করান তিনি। একদিন পর রিপোর্ট হাতে পান। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। ঢাকা ছাড়ার সব প্রস্তুতি শেষে তিনি করোনা টেস্ট করান। এরপরই আটকে যায় তার ভারত সফর।

শারীরিক অবস্থার বিষয়ে রিয়াজ বলেন, শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। দুর্বলতাও আছে। ফুসফুস সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। তবে খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবে করতে পারছি। ঘুমও হচ্ছে ভালোই।

রিয়াজ আরও বলেন, করোনার অবস্থা আবারো খারাপের দিকে যাচ্ছে। সবাই সতর্ক থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজের সুরক্ষা সবার আগে। তাহলে আপনার পরিবারও সুরক্ষিত থাকবে।

‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করার কথা ছিল দেশের জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত সুযোগটি হাতছাড়া হয় ফেরদৌসের। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে অভিনয় করবেন রিয়াজ। এবার করোনা সেখানেও হানা দিল।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ