23 C
আবহাওয়া
১০:০০ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে জাহাজে আটকে আছেন ময়মনসিংহের যুবক

ইউক্রেনে জাহাজে আটকে আছেন ময়মনসিংহের যুবক


বিএনএ, ময়মনসিংহ : ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ এম ভি বাংলার সমৃদ্ধিতে হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফ (২৯)। হামলার পর এখনো অক্ষত আছেন ওই জাহাজের আরও ২৮ নাবিক। ২৮ জনের মধ্যে একজন মো. রুকনুজ্জামান রাজীব (২৬)।

মো. রুকনুজ্জামান রাজীব ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকার জোবেদ আলী রোডের মোহাম্মদ ওয়াজেদ আলি ও কোহিনুর বেগম দম্পত্তির ছেলে। তিনি গত ৪ মাস আগে বাংলার সমৃদ্ধি জাহাজটিতে থার্ড অফিসার হিসেবে যোগ দেন (সিডিসি নং C/O/9637 পাসপোর্ট নম্বর A 01711643))।  তার দুই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজিবের মা কোহিনুর বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার ছেলে ৪ মাস আগে বাংলার সমৃদ্ধি জাহাজটিতে থার্ড অফিসার হিসেবে যোগ দিয়ে বাড়ি ছাড়েন। সরকারের কাছে একটাই আবেদন যে কোন কিছুর মূল্যে আমার ছেলেকে আমার কুলে ফিরিয়ে দেন।

রুকনুজ্জামান রাজিবের স্ত্রী সিলভিয়া জাহান বলেন, তার সাথে শুধু এসএমএসে কথা হয়। সেখান থেকে তিনি ভিডিও পাঠিয়েছে। সে দেশে ফেরার জন্য কান্নাকাটি করছেন। একমাত্র সন্তানের জন্য হলেও আমার স্বামীকে ফেরত চাই।

আপডেট খবর হচ্ছে, জাহাজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ