29 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় মৃত্যু আরও ৫, শনাক্ত ৬১৪

করোনায় মৃত্যু আরও ৫, শনাক্ত ৬১৪


বিএনএ ঢাকা : করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪২৮ জন।একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬১৪ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ দশ‌মিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশ‌মিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত পাঁচজ‌নের সকলেই ষাটোর্ধ্ব। বিভাগওয়ারী হি‌সে‌বে মৃত পাঁচজ‌নের ম‌ধ্যে ঢাকা বিভা‌গে তিনজন এবং চট্টগ্রাম বিভা‌গে দুইজন মারা যান। বাকি ছয় বিভাগে কেউ মারা যাননি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৪২৮ জন। এদের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৭২ জন (৭৫ দশমিক ৬১ শতাংশ) ও নারী দুই হাজার ৫৬ জন (২৪ শূন্য ৩৯ শতাংশ)।

বিএনএ/ওজি 

 

 

Loading


শিরোনাম বিএনএ