ঢাকা : জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে বললেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তাহলেই এদেশের পরিবর্তন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা সোমবার(৩ ফেব্রুয়ারি ২০২৫) রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, স্বাধীনভাবে যার যার ধর্ম পালনের অধিকার সকলেরই রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ জুগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন কাজে ধর্ম, বর্ণ ও গোত্রের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি আরো বলেন, মানুষের মঙ্গল ও কল্যাণে সবাইকে কাজ করতে হবে।
এছাড়া, অনুষ্ঠানে মঙ্গলালোক স্মরণিকা উন্মোচন করা হয়। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও জুলাই বিপ্লবে শহিদ পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর করা হয়।
বিএনএ,এসজিএন