বিএনএ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের আকবর হোসেন (৫০) নামের এক যু্বদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে বড় সারুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।নিহত আকবর হোসেন সারুটি গ্রামের মজিবরের ছেলে।
২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাথার পেছন থেকে তাকে গুলি করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।’
বিএনএ/ওজি