22 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের চার্টার বার্ষিকী উদযাপন

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের চার্টার বার্ষিকী উদযাপন

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের চার্টার বার্ষিকী উদযাপন

বিএনএ,  চট্টগ্রাম অফিস:  লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ১২তম চার্টার বার্ষিকী উদযাপন হয়েছে। ২ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম ক্লাবের বেনকুইট হলে এই বার্ষিকী উদযাপন হয়।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ইন্টারন্যাশনাল ডাইরেক্টও লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেট এরিয়া লিডার, গ্লোবাল এ্যাকশন টিম, এলসিআই, এরিয়া সিএসিক্সসি লায়ন নাজমুল হক ও সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ, দ্বিতীয় জেলা গভর্নর লায়ন এস.কে শামসুদ্দিন আহমেদ সিদ্দিক পিএমজেএফ। পিডিজি এমএ মালেক প্রমুখ। অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন পারভীন মাহমুদ এফসিএ বলেন, সারা বিশ্বের মতো কোভিড-১৯ এ আমাদের দেশও বিপর্যস্ত।

প্রতিকূল পরিবেশেও আমরা যেন মানবতার সেবা ও টেকসই উন্নয়নে নিবেদিত থাকতে পারি সে লক্ষে আমাদের কাজ করতে হবে। সেবার ব্রতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আমরা লায়নিজমে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের সমস্ত সংর্কীণতা দূর করার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য তথা উন্নয়নের প্রতিটি স্তরে মানবিক হয়ে কাজ করবো এবং মানবতার জয় গান গাইবো। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো: আবদুল করিম, পিকেএসএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ব্র্যাকের সাবেক সিনিয়র উপদেষ্টা এবং বর্তমানে ইউসেপ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক, ইউসেপ সোশ্যাল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট , বিশিষ্ট সমাজবিজ্ঞানী, সিনেট সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঘাসফুল চেয়ারম্যান প্রফেসর ড. মনজুর-উল-আমিন চৌধুরী। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও এ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিয়রের মোড়ক উম্মোচন এবং ক্লাবের নতুন সদস্যদের স্বাগত ও শপথ বাক্যে পাঠ করান সম্মানীত জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ।

লায়ন নাসরিন ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে লায়নিজমের আনুগত্যের শপথ পাঠ করান ক্লাব চার্টার সদস্য লায়ন জেরিন মাহমুদ হোসেন ও লিও শপথ পাঠ করান লিও ভাইস প্রেসিডেন্ট লিও মরিয়ম কোরাইশী। স্বাগত বক্তব্য রাখেন ১২তম চার্টার নাইট অর্গানাইজার কমিটি ও রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানার বেগম। ক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারি লায়ন আবেদা বেগম।

অনুষ্ঠানে দেশ বিদেশের অনেক সদস্য অনলাইনে সংযুক্ত ছিলেন – লায়ন এম কে আরিফ, ক্লাব চার্টার সদস্য ঝুমা রহমান, লায়ন নিশাত হক পিডিজি। আরো উপস্থিত ছিলেন সম্মানিত প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ, সম্মানিত কেবিনেট সেক্রেটারী, কেবিনেট ট্রেজারার, সম্মানিত গভর্নর এডভাইজারবৃন্দ, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার, রিজিয়ন চেয়ারপার্সন, জোন চেয়ারপার্সনবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারীবৃন্দ, লায়ন পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।

Loading


শিরোনাম বিএনএ