বিএনএ, স্পোর্টস ডেস্ক : মে মাসে বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এ সিরিজ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আকরাম খান জানান, ওয়ানডে সিরিজের পর শ্রীলংকা সফর নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা হবে। তিনি বলেন, স্থগিত টেস্ট সিরিজ খেলতে আমরা এ বছর শ্রীলংকা সফরে যাব বলে আশা করছি। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
গত বছর জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। সেই সফর পরে নির্ধারিত হয় অক্টোবরে। কিন্তু শ্রীলংকা ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলের জন্য কোয়ারেন্টিন প্রোটোকল কড়াকড়ি করায় তখন বাতিল হয়ে যায় সফর। বলা হয় ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজ হবে।
বিএনএনিউজ/ এইচ.এম।