18 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে আড়াইশ কৃষকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ

ভারতে আড়াইশ কৃষকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ


বিএনএ ডেস্ক : ভারতে কৃষক বিক্ষোভ সমর্থনকারী ২৫০টি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টুইটারকে আইনি নোটিশ পাঠানোর পর এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। নরেন্দ্র মোদি সরকার প্রণীত নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতজুড়ে চলমান কৃষক বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ করে অগ্নিগর্ভ হয়ে ওঠে দিল্লি। দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে কৃষকদের সমর্থনে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট দিচ্ছেন। সম্প্রতি টুইটারে একাধিক অ্যাকাউন্ট থেকে কৃষক আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকার। অভিযোগ জানিয়ে টুইটার কতর্ৃপক্ষকে চিঠি পাঠায় তারা। তারই ভিত্তিতে এবার ২৫০টি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হলো। এগুলোর মধ্যে রয়েছেÑকিষান একতা মোর্চা, মানিক গয়াল, ট্রাক্টর২টুইটার ী জাটথজাংশন। এসব অ্যাকাউন্ট থেকে কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার লেখালেখি চলছে বলে অভিযোগ করা হয়েছিল। কৃষক বিক্ষোভের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া এসব অ্যাকাউন্টে ঢুকে দেখা গেছে সেগুলো ফাঁকা হয়ে আছে। সেখানে লেখা আছে-‘একটি আইনি দাবির ভিত্তিতে ?আপনার অ্যাকাউন্টটি সাময়িক স্থগিত করা হয়েছে।’

দিল্লিতে তীব্র যানজট : দিল্লির সীমান্তে কৃষকদের আন্দোলনের কারণে গতকাল মঙ্গলবার পুলিশ দিল্লির কয়েকটি রাস্তায় ব্যারিকেড দিলে রাজধানী শহরটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দিল্লিতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দিল্লির সীমানায় অবস্থানকারী হাজার হাজার কৃষক নতুন করে সংকট সৃষ্টি করতে পারেন।

Loading


শিরোনাম বিএনএ