22 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » খাটের নিচে থেকে মিললো ওয়ানশুটার গান-তলোয়ার

খাটের নিচে থেকে মিললো ওয়ানশুটার গান-তলোয়ার

খাটের নিচে থেকে মিললো ওয়ানশুটার গান-তলোয়ার

বিএনএ,চট্টগ্রাম: ঘরের খাটের নিচ থেকে অস্ত্র, চাপাতি, চাকু, তলোয়ার ও কিরিচসহ চোলাইমদ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৭)। এসময় চারজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের আনোয়ারায় বটতলী নুরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আনোয়ারা থানার বটতলী গ্রামের মো. জামালের স্ত্রী তাজমহল বেগম (৩৩), একই এলাকার কুরুশকুর গ্রামের মৃত সিদ্দিক আহম্মদের ছেলে আব্দুল খালেক (৫০),দক্ষিণ হাজীগাঁও গ্রামের আবুল হাসেম (৪৫) ও আশ্রয় গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মো. ইসমাইল (৪০)।
খাটের নিচে থেকে মিললো ওয়ানশুটার গান-তলোয়ার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে। এসব অস্ত্র দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডও চালায় তারা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুল আবছার।

তিনি বলেন, ‘বটতলী নুরপাড়া এলাকায় জামালের ঘরে মাদক কেনা-বেচা করছে, এমন খবর পেয়ে র‌্যাব অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়। পরে ওই ঘরের খাটের নিচ থেকে একটি দেশিয় অস্ত্র, দুটি চাপাতি, দুটি চাকু, একটি তলোয়ার ও কিরিচ ও ৮৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ