29 C
আবহাওয়া
৮:১৯ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » টিকা নিতে নিবন্ধন করেছে ৭৪ হাজার মানুষ

টিকা নিতে নিবন্ধন করেছে ৭৪ হাজার মানুষ

টিকা নিতে নিবন্ধন করেছে ৭৪ হাজার মানুষ

বিএনএ,ঢাকা: এখন পর্যন্ত করোনার টিকা নিতে ৭৪ হাজার মানুষ নিবন্ধন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম। টিকা নিতে নিবন্ধনের জন্য নির্দিষ্ট কোন তারিখ নির্ধারণ করা হয়নি জানিয়ে তিনি বলেন,৫ই ফেব্রুয়ারির পরও টিকা নিতে সবাই নিবন্ধন করতে পারবেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি)স্বাস্থ্য অধিদপ্তরে টিকা কর্মসূচির সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, নিবন্ধন ছাড়া কেউ টিকা পাবেন না। বৃহস্পতিবার থেকে ইন্টারনেটে ‘সুরক্ষা’ অ্যাপ পাওয়া যাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রথম ধাপে ৬০ লাখ ডোজ টিকা দেয়া হবে। ঢাকা শহরে সরকারি ৪৩টি হাসপাতালে ৩৫৪টি দল এই টিকা কার্যক্রম চালাবেন।দেশব্যাপী টিকাদানের দিনে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী নিজেসহ মন্ত্রী, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা টিকা নেবেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ