ঢাকা: হাতিরঝিলে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন নির্বঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতেই বিশেষ অভিযান। গত এক সপ্তহে ১৫৬ উত্যক্তকারী আটক করেছে পুলিশ। বুধবার(৩ফেব্রুয়ারি) সকালে ৫৪ জনকে আটক করা হয়েছে। হাতিরঝিল পুলিশের একটি দল এই অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে ৪৩ জনকে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত বুধবার থেকে থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫৬ জনকে আটক করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত মঙ্গলবার ৫২ কিশোরকে আটক করা হয়েছে। সোমবার আটক করা হয় ৩১ জনকে। শনিবার আটক করা হয় ৬০ জনকে। হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, হাতিরঝিলের সড়ক ও লেকে শত শত মানুষ তাদের পরিবার নিয়ে ঘুরতে আসেন। কিন্তু এক শ্রেণির কিশোর রয়েছে, যারা উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে পরিবেশ নষ্ট করে।
এদেরমধ্যে কেউ কেউ তরুণীদের টিজ করে। মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ৫২ কিশোরকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক কিশোরদের তথ্য-উপাত্ত যাচাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আটককৃতরা হাতিরঝিল এলাকায় আর আসবে না এবং প্রতি সপ্তাহে একবার হাতিরঝিল থানায় হাজিরা দিতে হবে এমন মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।
বিএনএ/আহা, এসজিএন