21 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » দেশের পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি অনেকের সহ্য হচ্ছে না : তথ্যমন্ত্রী

দেশের পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি অনেকের সহ্য হচ্ছে না : তথ্যমন্ত্রী

সরকারের ভিত্তি তৃণমূল পর্যন্ত শক্তিশালী আছে:তথ্যমন্ত্রী

বিএনএ,ঢাকা: দেশের উন্নয়ন স্থিতিশীলতা সহ্য করতে না পেরে দেশ বিরোধীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আন্তর্জাতিক মিডিয়া ভাড়া করে স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘একুশের চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’শিরোনামে আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন,সদ্য স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধেও আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার করছিল একটি মহল। তারা সবসময়ই  বাংলাদেশ ও আওয়ামী লীগকে বিপদে ফেলতে তৎপর।আওয়ামী লীগের নেতৃত্বে এই সরকারের ভিত্তি তৃণমূল পর্যন্ত শক্তিশালী আছে। সুতরাং এসব করে লাভ হবে না। এ ব্যাপারে দেশের মানুষ সতর্ক আছে, সজাগ আছে।

দেশের পলাতক আসামি, যুদ্ধাপরাধীসহ ডক্টর কামাল হোসেনের পরিবারের সম্পৃক্ততার কথা জানিয়ে তিনি বলেন,  দেশে সঠিকভাবে করোনা মোকাবিলা করতে শেখ হাসিনার সরকার সক্ষম হয়েছে। এই করোনাকালে পৃথিবীর সব দেশে যখন ঋণাত্মক জিডিপির প্রবৃদ্ধি সেখানে আমাদের পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি। এটি অনেকের সহ্য হচ্ছে না। সেই কারণে এখন নতুন খেলায় মেতে উঠেছে। এই খেলা খেলে কোনো লাভ হবে না।

দেশের উন্নয়ন-অগ্রগতি সমগ্র বিশ্বের কাছে প্রশংসিত দাবি করে হাছান মাহমুদ বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এখন সমগ্র বিশ্বের কাছে আজ প্রশংসিত। বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভারতের গণমাধ্যমেও আলোচনা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনটির সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সহ-সভাপতি মেহেদী হাসান, হকার্স লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ