15 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » আত্নসমর্পণের পর সাবেক এমপি সালাউদ্দিন কারাগারে

আত্নসমর্পণের পর সাবেক এমপি সালাউদ্দিন কারাগারে

আত্নসমর্পণের পর সাবেক এমপি সালাউদ্দিন কারাগারে

বিএনএ, আদালত প্রতিবেদক : রাজধানীর ওয়ারি থানায় নাশকতার মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ- ৭ মো. আফতাবুজ্জামানের আদালতে আত্মসমর্পণে করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য,২০১৫ সালের ৩০ জানুয়ারি রাজধানীর ওয়ারি থানায় এ মামলা করা হয়।
মামলায় বলা হয়, আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২টায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ ১১-২২৪৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা দিয়ে অগ্নি সংযোগ ও গাড়ি ভাঙচুর করে।

ওই বছরের ১২ আগস্ট ওয়ারি থানার এসআই শাহআলাম সালাউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সালাহউদ্দিন কে এ মামলার শুরু থেকেই পলাতক দেখানো হয়েছিলো।

বিএনএ নিউজ/সাহিদুল, জেবি

Loading


শিরোনাম বিএনএ