36 C
আবহাওয়া
৭:৪০ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ২৯ বছর বয়সেই ৭ ফুট ৪ ইঞ্চি, এখনও বাড়ছে উচ্চতা

২৯ বছর বয়সেই ৭ ফুট ৪ ইঞ্চি, এখনও বাড়ছে উচ্চতা


বিএনএ ডেস্ক : ঘানার ২৯ বছর বয়সী সুলেমানা আব্দুল সামেদ। উচ্চতা ৮ ফুটের মতো। বিস্ময়কর যে, এখনও তার উচ্চতা বাড়ছে।
ঘানার স্থানীয় একটি হাসপাতালে সুলেমানার উচ্চতা মাপা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সুলেমানার উচ্চতা বলা হয় ৮ ফুট ২.৮ ইঞ্চি। সুলেমানা এটা মানতে রাজি নয়। তাঁর অনুরোধে আবার উচ্চতা মাপা হয় । রেজাল্ট আসে ৭ ফুট ৪ ইঞ্চি।

তিনি এতটাই লম্বা যে, আর পাঁচ জন মানুষের মতো গাড়িতে উঠে বসতে পারেন না। নিজের ঘরে ঢুকতেও অন্য কারও সাহায্য প্রয়োজন হয়। বিছানায় ঠিক করে ঘুমাতেও পারেন না। ঘানার উচ্চতম এই যুবক এখন আলোচনার কেন্দ্রে।

বিশ্বের দীর্ঘতম মানুষদের তালিকায় সুলেমানের ঠিক আগেই রয়েছেন তুরষ্কের বাসিন্দা সুলতান কোসেন। তার উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি। তিনি বিশ্বের সপ্তম দীর্ঘতম মানুষ। সুলেমানা সুলতানের চেয়ে উচ্চতায় ১ ফুট পিছিয়ে রয়েছেন।

তবে সুলেমানের দাবি, তিন-চার মাস অন্তর তার উচ্চতা বাড়ে। যে হারে তার উচ্চতা বাড়ছে, তাতে যে কোনোদিন তিনি সুলতানকে ছুঁয়ে ফেলবেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ