27 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় শিশু ও নারীর উন্নয়নে ওরিয়েন্টশন কর্মশালা

সাতকানিয়ায় শিশু ও নারীর উন্নয়নে ওরিয়েন্টশন কর্মশালা

ওরিয়েন্টশন কর্মশালায় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় শিশু ও নারীর উন্নয়নে বিভিন্ন বিষয়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩জানুয়ারি) পটিয়ার তথ্য অফিসার দীপক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী ও সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যসেবা কর্মকর্তা মোছাম্মৎ আয়েশা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, কাউন্সিলর আফরোজা আক্তার শারমিন, সাংবাদিকদের মধ্যে কালের কণ্ঠের জাহাঙ্গীর আলম, পূর্বদেশের শহীদুল ইসলাম বাবর, জিটিভির হারুনুর রশিদ, নয়াদিগন্তের মনজুর আলম, ভোরের কাগজের নাজিম উদ্দিন, ইনকিলাবের হাবীবুল্লাহসহ জনপ্রতিনিধি, শিক্ষক, কাজি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি।

কর্মশালায় করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসা রোধ, শিশুর মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার নিশ্চিত, শিশুর যথাযথ বিকাশ, অটিজম, জন্মনিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন বক্তারা।

বিএনএনিউজ২৪,এম এনকে,জিএন

Loading


শিরোনাম বিএনএ