25 C
আবহাওয়া
৪:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চবিতে পরীক্ষার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

চবিতে পরীক্ষার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

চবিতে পরীক্ষার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।পরে পরীক্ষার সমাধানের আশ্বাসে তারা উপাচার্য বরাবর প্রক্টরের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে বলা হয়, বিভিন্ন কারণে আমাদের ২০১৯ সালের পরীক্ষা পিছিয়ে গত বছরের ২৫ মার্চ দিন ধার্য করে রুটিন প্রদান করা হয়। কিন্তু ১৭ তারিখ থেকেই করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে পরীক্ষা স্থগিত হয়ে যায়। গত ১৮ অক্টোবর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রেরণ করি।

স্মারকলিপিতে আরও বলা হয়, গত নভেম্বরে আমরা ইনস্টিটিউটের সাথে পরীক্ষার ব্যাপারে যোগাযোগ করলে ইন্সটিটিউট আমাদের জানায় ২০১৮-১৯ সেশনের পরীক্ষার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। অথচ সংস্কৃত বিভাগ গত ২২ ডিসেম্বর ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু আমাদের পরীক্ষার রুটিন, প্রশ্নসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন আছে, সেহেতু এখন পরীক্ষা না নেওয়াকে আমরা ইনস্টিটিউটের অবহেলা হিসাবেই দেখি। ইতোমধ্যে প্রথম বর্ষে আমরা ২৪ মাস পার করেছি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ও আমাদের ইনস্টিটিউট বলছে তাদের পরীক্ষা নিতে সমস্যা নাই। প্রশাসন আমাদের থেকে দুই দিন সময় নিয়েছে। প্রশাসনের আশ্বাসে আমরা দুই দিনের জন্য অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। আমরা ব্যাপারটা নিরসনের জন্য আন্তরিক চেষ্টা করছি।

আইইআর’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ বলেন, আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত আছি।বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি পেলে আমরা পরীক্ষা নিতে পারবো।

বিএনএনিউজ/নাজমুস,মনির

Loading


শিরোনাম বিএনএ