24 C
আবহাওয়া
৩:০০ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পর্নোগ্রাফির অভিযোগে যুবক গ্রেপ্তার

পর্নোগ্রাফির অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে একজন গ্রেপ্তার

বিএনএ ঢাকা : শিশু পর্নোগ্রাফিতে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কে. এম মীরাজুল আজম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

রোববার(৩ জানুয়ারি) সাইবার অপরাধ তদন্ত বিভাগের এডিসি নাজমুল ইসলাম বলেন, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর মুগদার অতীশ দীপঙ্কর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে মীরাজুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি জব্দ করা হয়েছে।

নাজমুল ইসলাম আরও বলেন, মীরাজুল অনলাইনে যোগাযোগ স্থাপন করে পর্নো ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতেন। সম্প্রতি ভারতীয় অপ্রাপ্ত বয়স্ক এক নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আড়াই লাখ রুপি দাবি করেন। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/এসকে,ওজি

Loading


শিরোনাম বিএনএ