22 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার


বিএনএ, বিশ্ব ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সে দেশের সরকার।

রোববার (৩ ডিসেম্বর) ভোরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে গণমাধ্যমকে জানিয়েছে, রোববার বেলা ১১টা থেকে আকাশ, স্থল ও সমুদ্রপথে আবার সৌদি আরব প্রবেশ করা শুরু হবে।

তবে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যে কয়টি দেশে করোনার নতুন ধরন ধরা পড়েছে, সেসব দেশের লোকেদের ভ্রমণের জন্য কিছু বিধি-নিষেধ রেখে এ নিষেধাজ্ঞা তোলা হয়েছে।

বিধি-নিষেধ অনুযায়ী, করোনা ছড়িয়ে পড়া দেশগুলোর মানুষের সৌদি আরব ভ্রমণ করতে হলে আগে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া সৌদি নাগরিক যারা ওইসব দেশ থেকে আসবেন, তাদের মানবিক ও প্রয়োজনীয় দিক বিবেচনা করে ঢুকতে দেওয়া হবে। তবে তাদের বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

গত ২০ ডিসেম্বর সৌদি আরবে নতুন করে আকাশ, সড়ক ও নৌপথে বাইরের দেশ থেকে মানুষের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর