26 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফার্নিচার মেলা শুরু ৪ ডিসেম্বর

চট্টগ্রামে ফার্নিচার মেলা শুরু ৪ ডিসেম্বর


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ফার্নিচার মেলা শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বরাবরের মত এবারও নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ১৪ তম চট্টগ্রাম ফার্নিচার মেলার আসর বসছে। মেলা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে নগরের দ্য প্যাভিলিয়ন হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি ও মেলা কমিটির আহ্বায়ক মো. নুরুল আযম খান।

তিনি জানান, ফার্নিচার শিল্পের বিকাশে এ মেলার গুরুত্ব রয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা এই মেলা আয়োজনের মূল লক্ষ্য। ফার্নিচার শিল্পে সরকার যদি পৃষ্ঠপোষকতা ও ঠিকমত তদারকি করেন তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা আশাবাদী এবং বিশ্বাস করি, এ শিল্প একদিন দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে। মেলায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক থাকবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সদ্য সাবেক সভাপতি সৈয়দ এ এস এম নুরুউদ্দীন, বাংলাদেশ শিল্প ফার্নিচার মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. মাকছুদুর রহমান, মো. সাইফুদ্দিন চৌধুরী দুলাল, মেলা কমিটির সদস্য সচিব আল মো. ইকবাল, চট্টগ্রাম ইভেন্টসের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহাবউদ্দীন প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ