20 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে অবরোধে দগ্ধ চালকের সহকারীর মৃত্যু

খাগড়াছড়িতে অবরোধে দগ্ধ চালকের সহকারীর মৃত্যু


বিএনএ, ঢাকা: বিএনপি — জামায়াতের অবরোধের সময় খাগড়াছড়ির গুইমারায় ট্রাকে অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ চালকের সহকারী মো. বেলাল হোসাইন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২ ডিসেম্বর ) বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বেলাল হোসাইন খাগড়াছড়ি উপজেলার মাটিরাঙ্গা উপজেলার আদর্শ গ্রামের শহিদুল হকের ছেলে।

ৎগত ২৭ নভেম্বর গুইমারার হাফছড়ি এলাকায় রাত সাড়ে ১২টার দিকে সরকারি চালবাহী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকটির চালকের সহকারী মো. বেলাল হোসাইন গুরুতর দগ্ধ হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৮ নভেম্বর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

নিহতের মেয়ের জামাই মোহাম্মদ রাসেল জানান, চট্টগ্রাম থেকে সরকারি চালবোঝাই একটি ট্রাক মাটিরাঙ্গা তাইন্দং খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিল। পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের আলাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের চালকের সহকারী বেলাল হোসাইন দগ্ধ হন। পরে শেখ হাসিনা বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, খাগড়াছড়ি থেকে বেলাল হোসাইন নামে এক ব্যক্তি গত ২৮ নভেম্বর আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শনিবার বিকেলের দিকে শেখ হাসিনা বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।

তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়ার সহায়তায় বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ