17 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তিতে র‌্যালী

রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তিতে র‌্যালী

রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তিতে র‌্যালী

বিএনএ,রাঙামাটি:পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষে শান্তি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ ডিসেম্বর) রাঙামাটি রিজিয়ন ও সেনা জোনের উদ্যোগে শহরের কল্যাণপুর এলাকায় বেলুন উড়িয়ে শান্তি চুক্তির বর্ষপূর্তি আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর জোন মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, আজ শান্তি চুক্তি সম্পাদন হয়েছে বিধায় তিন পার্বত্য জেলায় পাহাড়ি-বাঙালি সকলে মিলে আমরা শান্তিতে বসবাস করছি। চুক্তির পরে তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানকার মানুষ নানা সুবিধা পাচ্ছে, যার মাধ্যমে তাদের জীবন মান উন্নয়ন হয়েছে।

র‌্যালীতে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লেঃ কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, জিটুআই মেজর মোঃ আসফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ মো, মারুফ আহম্মেদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া কাপ্তাই, বাঘাইছড়িসহ রাঙামাটির সব উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষে শান্তি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ