25 C
আবহাওয়া
৭:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

চরভদ্রাসনে বাল্যবিয়ে বন্ধ

বিএনএ, বরিশাল : ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো.নজরুল ইসলামের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভার বৈচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে , ওই এলাকার এক কৃষক তাঁর অপ্রাপ্ত বয়স্ক দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ে হচ্ছিল। খবর ইউএনও নজরুল ইসলাম ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। জাল জন্মনিবন্ধন দেখিয়ে বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়। পরে বর ও কনের পিতাকে বাল্য বিবাহের সহযোগিতা ও সম্পাদনা করার জন্য বাল্য বিবাহ নিরোধ আইনে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন , বাল্য বিয়ে নিরোধ আইনে বিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়ায় ওই বর ও কনের বাবাকে এ জরিমানা করা হয়েছে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ