18 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নীল চোখের অধিকারী জয়নাব এখন ভিক্ষা করে

নীল চোখের অধিকারী জয়নাব এখন ভিক্ষা করে

নীল চোখের অধিকারী এই বালিকা এখন ভিক্ষা করছে

নীল চোখের অধিকারী জয়নাব(৮) নামক শিশু কন্যাটি এখন ভিক্ষা করছে আফগানিস্তানের রাজধানী কাবুলের পথে পথে। খামা প্রেস বৃহস্পতিবার(২ডিসেম্বর) এ তথ্য জানায়।

একসময় জয়নাব স্কুলে লেখাপড়া করতো। ১৫আগস্ট তালেবান দেশটির অর্থনৈতিক অবস্থার খুব খারাপ হয়ে পড়ে। যুদ্ধ ,হানাহানি ও আর্থিক কারণে তার পরিবার বাস্তুচ্যুত।

এর আগে National Geographic ম্যাগাজিনের ফটোগ্রাফার ১৯৮৪ সালে সন্ধান পেয়ে ছিলেন নীল চোখের অধিকারী আফগান কিশোরী শরবত গুলার। সে তখন থাকতো পাকিস্তানের পেশওয়ারের আফগান শরণার্থী শিবিরে। বর্তমানে সে ইতালি সরকারের আশ্রয়ে।

–এসজিএন

Loading


শিরোনাম বিএনএ