অস্ট্রেলিয়ায় অনুষ্টেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের(ICC Men’s T20 World Cup 2022) সুপার টুয়েলভ পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জিতলো নেদারল্যান্ডস। বুধবার(২নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে দল।
Zimbabwe vs Netherlands ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার(২নভেম্বর) সকাল ১০টায় ওভালের অ্যাডিলেডে শুরু হয়।
১১৮রানে জয়ের লক্ষে খেলতে নেমে নেদারল্যান্ডস ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বিজয় নিশ্চিত করে ফেলে। ম্যাক্স ও’ডাউডের হাফসেঞ্চুরিতে ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে ১২০ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস ।
অপরদিকে গত ম্যাচে পাকিস্তানের কাছে হেরে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিশ্চিত হয়েছে ইউরোপের দেশ নেদারল্যান্ডসের।
স্বপ্নটা আরেকটু উজ্জ্বল
নেদারল্যান্ডস জিম্বাবুয়েকেে ৫ উইকেটে পরাজিত করায় বাংলাদেশ ও পাকিস্তানের সেমি ফাইনালে খেলার স্বপ্নটা আরেকটু উজ্জ্বল হল। এখন বাংলাদেশ ও পাকিস্তানকে তাদের নিজেদের কাজটুকু করতে হবে। বাংলাদেশকে বাকি দুটি ও পাকিস্তানকে বাকি দুটি ম্যাচ জিততে হবে। আজ বুধবার ভারতের সাথে লড়াই বাংলাদেশের।
বিএনএ,জিএন