31 C
আবহাওয়া
৫:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » নেদারল্যান্ডসকে ১১৮ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

নেদারল্যান্ডসকে ১১৮ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

Zimbabwe vs Netherlands

অস্ট্রেলিয়ায় অনুষ্টেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের(ICC Men’s T20 World Cup 2022) সুপার টুয়েলভ পর্বে  টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায়  জিম্বাবুয়ে দল। জয়ের জন্য নেদারল্যান্ডসের প্রয়োজন ১১৮ রান।

Zimbabwe vs Netherlands ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার(২নভেম্বর) সকাল ১০টায় ওভালের অ্যাডিলেডে শুরু হয়।

SIKANDAR RAZA
SIKANDAR RAZA

জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ২৪ বলে ৪০ রান,সিয়ান উইলিয়ামস ২৩ বলে ২৮ রান করেন। বাকিরা ১ডিজিটের বেশি রান করতে পারেন নি।

এদিকে নেদারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন পল ভ্যান মিকেরেন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন তিনজন(Brandon Glover, Logan van Beek, Bas de Leede)।

আজকের খেলায় জিম্বাবুয়ে জিততে পারলে ৪ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াবে ৫। আর তারা টেবিলে দুইয়ে উঠে আসবে। তবে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ এরভিন চাইবে, জয়টা যেন বড় ব্যবধানে হোক। কারণ এতে তাদের রানরেটও বাড়বে। বর্তমানে জিম্বাবুয়ের রানরেট -.০৫০।

অপরদিকে গত ম্যাচে পাকিস্তানের কাছে হেরে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিশ্চিত হয়েছে ইউরোপের দেশ নেদারল্যান্ডসের। ফলে বাকি থাকা দুই ম্যাচ তাদের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। তিন ম্যাচে তিনটিতেই হেরে পয়েন্ট তালিকায় একেবারে নিচে অবস্থান করছে নেদারল্যান্ডস।

Bnanews24,ICC Men’s T20 World Cup 2022

Loading


শিরোনাম বিএনএ