বিএনএ ক্রীড়া ডেস্ক: চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার টুয়েল্ভে বাংলাদেশের সামনে এবার সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রোটিয়াদের মুখোমুখি হবে লাল সবুজের দল।
সুপার টুয়েলভের তিন ম্যাচ হেরে যাওয়াতে চলতি বিশ্বকাপ থেকে মাহমুদউল্লাহদের পাওয়ার কিছু নেই। এরপরও আজ প্রোটিয়াদের হারিয়ে সুপার টুয়েলভে জয়ের খাতা খুলতে চান টাইগারদের গুরু ডমিঙ্গো। সাউথ আফ্রিকান এই কোচ একসময় নিজের দলেরও কোচ ছিলেন। সময়ের ব্যবধানে এখন লাল সবুজের ডেরায় আছেন তিনি।
সাউথ আফ্রিকার বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের কোনো সাফল্য নেই। ৬ টি-টোয়েন্টি খেলে সবকটিতেই হেরেছে লাল-সবুজরা। এবার জয়ের খরা কাটাতে টেম্বা বাভুমার দলের বিপক্ষে লড়তে যাচ্ছে তারা।
এ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তীরে এসে তরী ডোবায় বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরে যায় তারা। তবে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হার ছিল সবচেয়ে হৃদয় বিদারক। শ্রীলংকা ও উইন্ডিজের বিপক্ষে জিতলে টুর্নামেন্টে দারুণভাবে লড়াইয়ে থাকতো টাইগাররা।
যদিও গাণিতিকভাবে বাংলাদেশের শেষ চারে ওঠার সুযোগ এখনও রয়েছে। কিন্তু এজন্য একসঙ্গে অনেক কিছু ঘটতে হবে। যার অধিকাংশই মাহমুদউল্লাহদের নিয়ন্ত্রণে নেই।
তবে তারা যা পারেন তা হলো- সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। শেষ দুই ম্যাচে জয়ই বাংলাদেশি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে। কারণ, এই ইভেন্টে টাইগাররা বারবার ব্যর্থ হওয়ায় সমর্থকরা হতাশ।
এ অবস্থায় বাংলাদেশের ওপর বড় ধাক্কা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবু সতীর্থদের জ্বলে ওঠার আহ্বান অধিনায়ক মাহমুদইল্লাহর।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ ম্যাচে দুইটি করে জয় নিয়ে দারুণ ফর্মে রয়েছে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে অজিদের কাছে হেরেছে প্রোটিয়ারা। আবার ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে অস্ট্রেলিয়া। গ্রুপ-১তে পারফর্যোন্সের বিচারে ভয়ংকর দল হচ্ছে ইংল্যান্ড।
এমন অবস্থায় গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাওয়ার দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে জিততে চাইবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে প্রোটিয়া ও অজিদের বিপক্ষে জয় ছাড়া নেট রান রেটও বাড়ানোর লক্ষ্য থাকবে টাইগারদের।
সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
বিএনএনিউজ/আরকেসি