বিএনএ ঢাকা: যেভাবেই হোক গ্যাং কালচার থেকে কিশোরদের মুক্ত করতে হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।
শনিবার (২ অক্টোবর) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারের কারণে কিশোর গ্যাং বাড়ছে’ এ প্রসঙ্গে ছায়া সংসদ বির্তক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক।
সে সময় তিনি আরও বলেন, দেশের মেধাবী তরুণরা দিন দিন ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে। এর বিরুদ্ধে অভিভাবকসহ সবাইকে সোচ্চার হতে হবে। পারিবারিক বন্ধনের অভাবে অনেক শিশু-কিশোররা বিপথে যায়। সেদিকে খেয়াল রাখা জরুরি। তরুণ প্রজন্মকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। এর জন্য দরকার জনসচেতনতা। থেকে যার যার দায়িত্ব পালন করলে কিশোর গ্যাংককে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ফেসবুক টিকটকসহ সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে। কিশোররা এসব মাধ্যমে নিজের প্রতিভা বিকশিত করতে পারে। তাই বন্ধ কোনো সমাধান হয়। সবকিছুতে ভালো কিছু করার সুযোগ আছে বলে জানান র্যাব মহাপরিচালক।
এছাড়া, জঙ্গিবাদ, জলদস্যু ও বনদস্যুদের ভয়ংকর আধিপত্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রিত বলে জানান তিনি।
কিশোর গ্যাং বন্ধে সরকারের কাছে বেশকিছু সুপারিশ তুলে ধরেন বিতর্ক প্রতিযোগিতার আয়োজকরা ।
বিএনএনিউজ/আরকেসি