29 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীর মৌচাকে মসজিদের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মৌচাকে মসজিদের আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, ঢাকা : রাজধানী ঢাকার মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী স্কুলের পাশের মসজিদে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে— এমন সংবাদও আমাদের কাছে আসেনি।

এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। ৭টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ