19 C
আবহাওয়া
৮:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » পরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার নোট

পরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার নোট

পরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার নোট

বিএনএ, ঢাকা: ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ৫, ১০ ও ২০ টাকার নোট পর্যায়ক্রমে বদলে ফেলা হবে। কারণ এই নোটগুলো খুব নাজুক পর্যায়ে চলে গেছে। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে। দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ