19 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » এস আলম গ্রুপের গাড়িতে চড়ায় সালাহউদ্দিনের দুঃখপ্রকাশ

এস আলম গ্রুপের গাড়িতে চড়ায় সালাহউদ্দিনের দুঃখপ্রকাশ


বিএনএ, ঢাকা : এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে তার গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি দুঃখপ্রকাশ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক। আমি যদি জানতাম তাহলে সাবধানতা অবলম্বন করতাম। তারপরও আমার এ অসাবধানতা ও ইচ্ছাকৃত ভুলের জন্য যদি দেশবাসীর মনে আমি কোনো কষ্ট দিয়ে থাকি, অনুভুতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘বিমানবন্দর থেকে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন মহাসড়কের বিভিন্ন স্থানে লোকে লোকারণ্য হয়ে যায়। এত লোকের সমাগম হয়েছে যে কোনো গাড়ি প্রবেশের সুযোগ ছিল না। আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি, ভেতরে আমাদের নেতাকর্মীরা বলছেন এটাতে উঠেন। উঠেছি। এই গাড়িটি কার সেই মুহূর্তে আমি চিন্তা-ভাবনার মধ্যে ছিলাম না, অনেকটা আবেগ আপ্লুত ছিলাম, ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম। আমার মনের মধ্যে ছিল না কার গাড়িতে উঠছি।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এই সংবাদ প্রকাশের পর খোঁজ নিয়ে জানতে পারলাম আমার এলাকার এক ছোট ভাইয়ের উক্ত কোম্পানির (এস আলম) জমি-জমা দেখার কাজ করেন। সেও অন্য সবার মতো আমাকে বরণ করতে বিমানবন্দরে যায়। সেও জানত না আমি তার গাড়িতে উঠব এবং আমিও জানতাম না ওই গাড়িতে আমি উঠব।’

এর আগে এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গত বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা থেকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর দলের নেতাকর্মীদের গাড়িবহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান তিনি। এ নিয়ে তৈরি হয় বিতর্ক।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ