16 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোণায় ধান ভাঙ্গার মেশিনে চুল আটকে গৃহবধূর মৃত্যূ

নেত্রকোণায় ধান ভাঙ্গার মেশিনে চুল আটকে গৃহবধূর মৃত্যূ

নেত্রকোণায় ধান ভাঙ্গার মেশিনে চুল আটকে গৃহবধূর মৃত্যূ

বিএনএ, নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়ায় ধান ভাঙ্গানোর সময় মেশিনের ফিতায় চুল আটকে খোদেজা আক্তার (৪৮) নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত খোদেজা আক্তার মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রী।

আরও পড়ুন: জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন: ইসি আনিছুর

মৃতের স্বামী লাল মিয়া জানান, শনিবার সকালে গ্রামের বকুল মেম্বারের মেশিনে ধান থেকে চাল করার জন্য নিয়ে যাই। সহযোগীতা করতে স্ত্রীও আমার সাথে যায়। ধান ভাঙ্গানোর শেষ পর্যায়ে মেশিনের নিচ থেকে ধানের কুড়া সরিয়ে আনার চেষ্টা করেন আমার স্ত্রী। এসময় অসতর্কতার কারণে মেশিনের ফিতায় তার মাথার চুল আটকে খুলি উপরে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, খোদেজা আক্তারকে তার মাথার খুলির উপরের অংশ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগেই তার মৃত্যূ ঘটে।

বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ