বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা অনুষদ থেকে গত ৫ বছরে ১৪টি জার্নাল প্রকাশিত হয়েছে। যার মধ্যে রয়েছে ৪টি আন্তর্জাতিক জার্নাল। এসব জার্নালের ২৫তম সংখ্যা থেকে ৩৪তম সংখ্যা মোট ১০টি ভলিউম প্রকাশিত হয়। অনুষদভুক্ত শিক্ষকদের ২৭৪টি প্রবন্ধ এখানে স্থান পেয়েছে। অন্যদিকে দুটি আন্তর্জাতিক কনফারেন্সে মোট চারটি ভলিউমে দেশি-বিদেশি গবেষকদের মোট ১৩৪টি প্রবন্ধ স্থান পেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সূত্রে জানা যায়, ২০২২-২৩ সালে কলা অনুষদের গবেষণাধর্মী আন্তজার্তিক জার্নাল ভলিউম ৩-৪ প্রকাশ করা হয়েছে। জার্নালটিতে দেশি-বিদেশি ৯৫ জন শিক্ষকের গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ফজলুল হক।
নিয়মিত জার্নাল প্রকাশ হওয়ার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে গবেষকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া গত পাঁচ বছরে কলা অনুষদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮৬টি গবেষণা প্রকল্প প্রদান করা হয়েছে, যার মধ্যে অধিকাংশ প্রকল্পের কাজই সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ বছরে দুটি করে জার্নাল প্রকাশ করে।
জানা গেছে, ২০২৩ সালের জুন মাসে ৩৫তম সংখ্যা প্রকাশের জন্য প্রক্রিয়াধীন রয়েছে এবং ২০২৩ সালের ডিসেম্বর ভলিউম ৩৬তম সংখ্যা রিভিউয়ারদের নিকট প্রেরণের পর্যায়ে রয়েছে। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদে নিয়মিত এম.ফিল ও পিএইচ.ডি গবেষণা, সেমিনার, ওয়ার্কশপ নিয়মিত পরিসরে সম্পন্ন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের সম্মান নির্ভর করে মানসম্পন্ন জার্নাল প্রকাশের উপর। তাই শিক্ষকগণকে পাঠদানের পাশাপাশি গবেষণার কাজে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। শিক্ষকদের বিশ্বমানের দক্ষতা বাড়াতে গবেষণার মাধ্যমে পুস্তক রচনা এবং প্রবন্ধ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে আত্মনিয়োগ করা প্রয়োজন—যা দেশ ও জাতির কল্যাণে কাজে আসবে। অনুষদের প্রধান কাজ হলো নিয়মিত কারিকুলাম সময়োপযোগী করা, পাঠ গ্রহণ ও পাঠদানের মানোন্নয়ন, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ, গবেষণা, প্রকাশনা, সেমিনার, ওয়ার্কসপ, আন্তজার্তিক কনফারেন্স অনুষ্ঠানের ব্যবস্থা করা।”
অধ্যাপক ড. মো. ফজলুল হক আরও বলেন, “২০১৯ সালে ২০-২১ ডিসেম্বর কলা অনুষদের আয়োজনে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক কনফারেন্সের শিরোনাম ছিলো Literature, History, Culture এ কনফারেন্সে ৯টি দেশের শিক্ষক ও গবেষকগণ ১২৯টি প্রবন্ধ পাঠ করেন। কনফারেন্সের শেষে পঠিত প্রবন্ধের মধ্য হতে পিআর রিভিউ-এর মাধ্যমে ৭৪টি প্রবন্ধের সমন্বয়ে স্পেশাল ভলিউম ১-২ প্রকাশিত হয়। ২০২২ সালের ১৩-১৪ নভেম্বর দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ কনফারেন্সের শিরোনাম ছিলো Issues and Descourses around Liberal Arts and Humaneties. দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে ১১টি দেশের শিক্ষক ও গবেষকগণ ২২২টি প্রবন্ধ পাঠ করেন। কনফারেন্সের শেষে পঠিত প্রবন্ধের মধ্য হতে পিআর রিভিউ-এর মাধ্যমে ৯৫টি প্রবন্ধের সমন্বয়ে স্পেশাল ভলিউম ৩-৪ প্রকাশিত হয়।”
উল্লেখ্য, রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলো হল: দর্শন, ইতিহাস, ইংরেজী, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবী, ইসলামিক স্টাডিজ, নাট্যকলা, সংগীত,ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত এবং উর্দু বিভাগ।
বিএনএ/সাকিব, এমএফ