বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন ৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২৯৫ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮৭ জনের। দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫ হাজার ৯৯৩ করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার সাত দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত তিন জন পুরুষ। মৃত তিন জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এক জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।
মৃত তিন জনের মধ্যে ঢাকা বিভাগে এক জন, চট্টগ্রাম বিভাগে এক জন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন। মৃত তিন জনের সবাই সরকারি হাসপাতালে মারা যান।
বিএননিউজ/এইচ.এম।