24 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » দুই শিক্ষার্থীকে মারধর, গভীর রাতেও সড়কে ওসমানী মেডিকেল শিক্ষার্থীরা

দুই শিক্ষার্থীকে মারধর, গভীর রাতেও সড়কে ওসমানী মেডিকেল শিক্ষার্থীরা


বিএনএ, ডেস্ক :  দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে গভীর রাতেও সড়ক অবরোধ করে রেখেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা।সোমবার (১ আগস্ট) দিবাগত রাত ১০টা শুরু হওয়া এ অবরোধ গভীর রাতেও চলছিল।   এর আগে তাদের সঙ্গে এ অবরোধ কর্মসূচিতে যোগ দেন হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে বহিরাগতের হামলায় আহত হন মেডিকেলের দুই শিক্ষার্থী। তারা হলেন, তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র ও পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন। পরবর্তীতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা এ হামলার সঙ্গে জড়িত।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজহার আলী শেখ গণমাধ্যমকে জানান, আমরা এখনও ঘটনাস্থলে আছি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে। আমরা ইতিমধ্যে হামলাকারীদের শনাক্ত করতে পেরেছি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ