25 C
আবহাওয়া
৬:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা, ১৫ সেনা নিহত

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা, ১৫ সেনা নিহত

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা

বিএনএ বিশ্বডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী হামলা ১৫ সেনা সদস্য মারা গেছে। গত শনিবার এ হামলার ঘটনা ঘটে ।
রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসীরা একটি সেনা সদস্যদের একটি মিশনে হামলা চালায়। এসময় ব্যাপক বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। হামলায় ১৫ সেনা সদস্য নিহত, ৭ জন আহত আর ৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

উল্লেখ্য,এ বছরের জানুয়ারিতে আরও একটি হামলায় জঙ্গীরা একশ জন নিরীহ মানুষকে হত্যা করে। গত মার্চে তহুয়া অঞ্চলে আরও একটি হামলায় ১৩৭ জন নিহত হন।

২০১২ ও ২০১৩ সালের পর থেকে আফ্রিকার বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো। এরপর থেকেই সেখানকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রায়ই পশ্চিমা সেনাদের সঙ্গে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হচ্ছে সাধারণ মানুষ।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ