22 C
আবহাওয়া
৫:২৪ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১২ ও ২০ জুলাই

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১২ ও ২০ জুলাই

খালেদা জিয়া

বিএনএ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১২ ও ২০ জুলাই ধার্য করেছেন আদালত।

‘ভুয়া’ জন্মদিন উদযাপনের মামলায় আগামী ১২ জুলাই ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে দায়ের করা মানহানির মামলার ২০ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

রোববার (২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে এই ২ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আদালত আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

বিএনএনিউজ/এইচ.এম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ