20 C
আবহাওয়া
৪:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মানুষের মাংস খেতে বাধ্য হলেন কঙ্গোর অপহৃত তরুণী

মানুষের মাংস খেতে বাধ্য হলেন কঙ্গোর অপহৃত তরুণী

মানুষের মাংস খেতে বাধ্য হলেন কঙ্গোর অপহৃত তরুণী

বিএনএ, ডেস্ক : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর এক তরুণীকে দু’বার অপহরণ করা হয়। তাকে আটকে রেখে বারবার ধর্ষণও করেন অপহরণকারীরা। শুধু তাই নয়, জোর করে মানুষের মাংস রান্না এবং তা খেতে বাধ্য করা হয়। কঙ্গোর স্থানীয় একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই তথ্য জানিয়েছে।

দেশটির নারী অধিকারবিষয়ক সংস্থা ফিমেল সোলিডারিটি ফর ইন্টিগ্রেটেড পিস অ্যান্ড ডেভেলপমেন্টের (এসওএফইপিএডিআই) প্রধান জুলিয়েন লুসেঞ্জ যুদ্ধ-বিধ্বস্ত কঙ্গোর পূর্বাঞ্চলের এক নারীর ভয়াব্হ এই অভিজ্ঞতার কথা ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছেন।

জুলিয়েন লুসেঞ্জ বলেছেন, পরিবারের অপহৃত অপর এক সদস্যের মুক্তিপণ দিতে গিয়ে কোডেকো মিলিশিয়াদের হাতে বন্দি হন ওই তরুণী। দেশটির মানবাধিকার গোষ্ঠীগুলোকে তিনি বলেছেন, তাকে বারবার ধর্ষণ ও শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে। মিলিশিয়ারা এক ব্যক্তির গলাও কেটে ফেলেন বলে জানিয়েছেন তিনি।

ওই মহিলা বলেন, তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলা হয় এবং সেগুলো আমাকে রান্নার নির্দেশ দেন। বাকি খাবার প্রস্তুত করার জন্য তারা দুটি পানির পাত্র আনেন। এরপর তারা সব বন্দিকে মানুষের মাংস খেতে বাধ্য করেন।’

কঙ্গোতে যে কয়েকটি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী রয়েছে, তার একটি হচ্ছে কোডেকো। কঙ্গোর খনিজ-সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ও সম্পদের দখল নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে মিলিশিয়ারা। এই সংঘাতে গত এক দশকে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ