39 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে আব্দুল আজিজ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুন) রাতে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত গুনু মিয়ার ছেলে।

বন বিভাগের নারিশ্চা বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করতেন আব্দুল আজিজ। রাতে সবজি ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে হাতি আক্রমণ করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আজ সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. ওবায়দুল ইসলাম জানান, বর্গাচাষী আব্দুল আজিজ রাতে সবজি ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হচ্ছে বলে তিনি জানান।

এর আগে রোববার (২৬ জুন) সন্ধ্যা সাতটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা মোবারক টিলা এলাকায় বন্য হাতির আক্রমণে শাহ আলম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ