25 C
আবহাওয়া
২:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ব্যাগভর্তি টাকাসহ বিমানবন্দরে আটক কক্সবাজারের সার্ভেয়ার

ব্যাগভর্তি টাকাসহ বিমানবন্দরে আটক কক্সবাজারের সার্ভেয়ার


বিএনএ, ঢাকা : ঘুষের ২৩ লাখ টাকাসহ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটক হয়েছেন কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এলএও) শাখার সার্ভেয়ার আতিকুর রহমান। শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরে ঢাকা বিমানবন্দর থেকেই তাঁকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়। শুক্রবার রাতে তাঁকে পুলিশে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, সার্ভেয়ার আতিকুর এই টাকার বৈধ কোনো উৎস দেখাতে পারেননি। এই টাকা নিয়ে তিনি উড়োজাহাজে ঢাকায় যাচ্ছিলেন। কার কাছে যাচ্ছিলেন, এত টাকা তিনি কোথায় পেলেন, এসব বিষয় তদন্তে বেরিয়ে আসবে।

কক্সবাজার বিমান বন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার সকাল ৯টায় বেসরকারি উড়োজাহাজ ইউএস-বাংলার একটি ফ্লাইটে ভূমি অধিগ্রহণ (এলএও) শাখার সার্ভেয়ার আতিকুর রহমান কক্সবাজার থেকে ঢাকা যান।

কক্সবাজারে মেগা প্রকল্পসহ চলমান উন্নয়ন প্রকল্প ঘিরে ২০ হাজার একরের বেশি ভূমি অধিগ্রহণ করছে সরকার। বিশাল এ কর্মযজ্ঞে জমির ক্ষতিপূরণসহ নানা কার্য সম্পাদনে কাজ করছে অনেক সার্ভেয়ার। কাজ করতে গিয়ে সার্ভেয়ার আতিকসহ অন্যরা জমির মালিকদের ফাইল আটকিয়ে, নানাভাবে জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করেন।

কিছু ক্ষেত্রে সরাসরি এবং কিছু ক্ষেত্রে দালালের মাধ্যমে এসব টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ