25 C
আবহাওয়া
১২:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ওয়ানডে সিরিজেও হারল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজেও হারল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজেও হারল শ্রীলঙ্কা

বিএনএ, ক্রীড়াডেস্ক : টি-২০ সিরিজে ইংলিশদের কাছে ধবলধোলাইয়ের পর এবার ওয়ানডে সিরিজেও হারাল। । তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের জয় ৮ উইকেটে।

ওভালে সিরিজের আগের ম্যাচগুলোর ধারাবাহিকতায় এ ম্যাচেও ব্যর্থ লঙ্কানরা। তারা ২১ রানে ৪ উইকেট হারায় । দলীয় সর্বোচ্চ ৯১ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ৪৭ রান আসে সানাকার ব্যাটে। নির্ধারিত ওভারে ৯ উইকেটে শ্রীলঙ্কা থামে ২৪১ করে। ইংল্যান্ডের পক্ষে স্যাম কুরান ৫টি ও ডেভিড উইলি নিয়েছেন ৪ উইকেট।

জবাব দিতে নেমে জেসন রয় ও জনি বেয়ারস্ট্রোর ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা পায় স্বাগতিকরা। ২৯ রানে বেয়ারস্ট্রো আর ৬০ রানে রয় ফিরে গেলেও ইংলিশদের হয়ে বাকি কাজটা সারেন মরগ্যান-জো রুট জুটি। ফলে ৪২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ম্যাচসেরা হচ্ছে স্যাম কুরান।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ