25 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইয়াবা-নগদ টাকাসহ মাদক কারবারি পুলিশের জালে

ইয়াবা-নগদ টাকাসহ মাদক কারবারি পুলিশের জালে

ইয়াবা-নগদ টাকাসহ মাদক কারবারি পুলিশের জালে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ২ হাজার ইয়াবা বড়ি ও নগদ ৮০ হাজার টাকাসহ কাঞ্চন কুমার দে (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) দুপুর ১টার দিকে নগরের বাকলিয়া থানার চাকতাই সংযোগ সড়কের নতুন ব্রিজ (শাহ আমানত সেতু)এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাঞ্চন রাউজান ঢেউয়াপাড়ার কামিনী মাস্টার বাড়ির নিরোদ বরণ দে’র ছেলে। তিনি বর্তমানে খাতুনগঞ্জে ব্যাংক এশিয়ার ভবনে ৫ম তলায় ভাড়াটিয়া হিসাবে থাকেন।

বাকলিয়া থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই মো. রবিউল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২ হাজার ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির নগদ ৮০ হাজার টাকাসহ কাঞ্চনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ