27 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সু চিকে মুক্তি দিতে জাতিসংঘ মহাসচিবের আহবান

সু চিকে মুক্তি দিতে জাতিসংঘ মহাসচিবের আহবান

সু চিকে মুক্তি দিতে জাতিসংঘ মহাসচিবের আহবান

বিএনএ বিশ্বডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহবান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি এ আহ্বান জানিয়েছেন।

দেশটিতে প্রায় দুই হাজার বন্দিকে ছেড়ে দেওয়ার একদিন পর বৃহস্পতিবার (১ জুলাই) জাতিসংঘের গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেন, ‘আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি। মিয়ানমারে অব্যাহত সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গণগ্রেপ্তারসহ মানুষকে ভয় দেখানোর কর্মকাণ্ড নিয়ে আমরা এখনও গভীরভাবে উদ্বিগ্ন।’
উল্লেখ্য, মায়ানমার সামরিক জান্তা ক্ষমতাচ্যুত সরকারের স্টেট কাউন্সিলরের দায়িত্ব পালন করা সু চিকে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের দিনই আটক করে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ