সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: অবৈধভাবে চাল মজুদ রাখা এবং বৈধ লাইসেন্স না থাকার কারণে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজার, মৌলভীর দোকান এবং বাজালিয়া ইউনিয়নের ৭ টি অটো রাইস মিলকে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(২জুন) সাতকানিয়া উপজেলার বিভিন্ন অটো রাইস মিলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারের শাহ মজিদিয়া অটো রাইস মিল কে ৩০,০০০টাকা, মহাম্মদিয়া অটো রাইস মিল কে ১৫,০০০টাকা ও শাহ জালাল অটো রাইস মিল কে ২০,০০০টাকা, মৌলভীর দোকানের মামাভাগিনা অটো রাইস মিল কে ১৫,০০০টাকা, নিউ ছৈয়দ মক্কি অটো রাইস মিল কে ২০,০০০টাকা এবং বাজালিয়া ইউনিয়নের জান্নাত আরা অটো রাইস মিল কে ১৫,০০০টাকা, আরাফাত অটো রাইস মিল কে ২০,০০০টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার বড়ুয়া এবং সাতকানিয়া থানার পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার জানান, আকস্মিকভাবে বাজারে চালের দর বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মজুদদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসএমএনকে,এসজিএন