বিএনএ বিশ্বডেস্ক : রাশিয়ার সেনারা ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২ লাখ শিশুকে জোর করে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের প্রায় ২ লক্ষ শিশুকে জোর করে রাশিয়ায় তুলে নিয়ে যাওয়া হয়েছে।’’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে (যাদের একত্রে ডনবাস বলা হয়) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেন তিনি।
ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘এ ধরনের অপরাধমূলক নীতির মাধ্যমে শুধু মানুষকে চুরি করে নিয়ে যাওয়াই হচ্ছে না, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদের মন থেকে ইউক্রেনকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।এই শিশুদের আর কখনো ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হবে না বলেও আশঙ্কা করেন তিনি।
বিএনএ/ওজি