20.7 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » প্রেসিডেন্ট হিসেবে মার্কোস পুত্রের শপথ ৩০জুন

প্রেসিডেন্ট হিসেবে মার্কোস পুত্রের শপথ ৩০জুন

ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারদিনান্দ মার্কোস জুনিয়র

ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারদিনান্দ মার্কোস জুনিয়র ৩০জুন শপথ নেবেন। প্রায় ৩কোটি ১০লাখ ভোট পেয়ে নির্বাচনে জয়ী জুনিয়রের শপথ অনুষ্টান হবে দেশটির শিল্পকলা বিষয়ক জাতীয় জাদুঘরে। খবর ফিলস্টার।

৩৬বছর আগে তার বাবা প্রেসিডেন্ট ফার+ডিনান্ড মার্কোস দেশব্যাপি অচলাবস্থা ও ব্যাপক বিক্ষোভের মুখে ওই যাদুঘরে পদত্যাগের ঘোষণা দেন। পরে মার্কিন সরকারের সহায়তায় যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।

ফারদিনান্দ মার্কোস জুনিয়র বাবা ফারদিনান্দ মার্কোস সিনিয়র ছিলেন ফিলিপাইনের ১০ম প্রেসিডেন্ট। যিনি ১৯৬৫ থেকে ১৯৮৬সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিলেন। ফারদিনান্দ মার্কোস ও তার স্ত্রী ইমেলদা মার্কোস ক্ষমতায় থাকাকালে দেশটির কেন্দ্রীয় ব্যাংক হতে ৫-১০মিলিয়ন ডলার অর্থ আত্মসাৎ করেন বলে প্রচারিত রয়েছে। সূত্র:উইকিপিডিয়া।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ