বিএনএ, বিশ্ব ডেস্ক: কাশ্মীর হামলার জেরে আবারও পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিল ভারত। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দিয়েছে নরেন্দ্র মোদির প্রশাসন। শুক্রবার (২ মে) দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা এ ব্যবস্থা গ্রহণ করে।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নতুন করে উসকানি দিল। ব্লক করা চ্যানেলে একটি বার্তায় বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি নির্দেশের কারণে এই দেশে বর্তমানে এই কনটেন্ট উপলব্ধ নয়। সরকারি অপসারণ অনুরোধ সম্পর্কে আরও বিস্তারিত জানতে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের শুরুতে ভারত সরকার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করেছিল। সেগুলো ভারত সম্পর্কে মিথ্যা, উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়। এ ছাড়া পেহেলগাম হামলার ওপর বিবিসি’র প্রতিবেদনের বিরুদ্ধে ভারত সরকার তীব্র আপত্তি জানিয়েছে।
ভারতে ব্লক করা পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রয়েছে- ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, সুনো নিউজ ও রাজি নামা।
এদিকে পাকিস্তানিদের মধ্যে ভারতের হামলার শিকার হওয়া শঙ্কা দিন দিন বাড়ছে। তার সর্বশেষ বহিঃপ্রকাশ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) কর্তৃপক্ষের এক আদেশ।
আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক শুক্রবার (২ মে) স্থানীয় সংসদে বলেন, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশ জারি করা হয়েছে।
তিনি বলেন, ১৩টি নির্বাচনী এলাকায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য সমস্ত মৌলিক প্রয়োজনীয়তা সরবরাহ নিশ্চিত করার জন্য আজাদ জম্মু ও কাশ্মীর সরকার ১ বিলিয়ন রুপির জরুরি তহবিলও মজুত করেছে।
বিএনএনিউজ/ বিএম