বিএনএ, চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন আওয়ামী আমলে সামাজিক সংগঠনের ব্যানারে নিজেকে জাহির করে করেছে নানা অপকর্ম। গণঅভ্যুত্থান পরবর্তী ভোল পাল্টে সাজতে চেয়েছে সুশীল সমাজের প্রতিনিধি। তবে শেষ রক্ষা আর হয়নি।
তার বিরুদ্ধে পুলিশের হাতে থাকা তথ্য অনুযায়ী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে আটক করেছে সেচ্ছাসেবকলীগের এই নেতাকে। নিজেকে সুশীল সমাজের পরিচয় দেওয়া আটক ওই নেতার নাম নিজাম উদ্দিন চৌধুরী (৩৯)।
বৃহস্পতিবার (১লা মে) রাতে উপজেলার চাতুরী চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নিজাম উদ্দিন উপজেলার রায়পুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি।
আটকের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, রায়পুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আটক করা হয়েছে। সে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আদলতে প্রেরণ করা হবে।
বিএনএনিউজ/ নাবিদ