বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় খুনসহ একাধিক হত্যা ও ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামীর নাম মো. ফয়সাল (২৫)।
বুধবার (৩০ এপ্রিল)) সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সাল উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকার মো. মফিজের ছেলে।
জানা যায়, ফয়সাল সরফভাটা এলাকার হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) খুনের মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে এলাকায় একাধিক সন্ত্রাসী ও চাদাবাজির অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেপ্তার ফয়সাল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তিনি ৩টি হত্যা মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি ও সরকারি কর্মচারীর কাজে বাধাসহ গুরুতর আঘাত দান এবং ১টি মারামারি মামলার চার্জশিট ভুক্ত আসামি। এছাড়াও বর্তমানে ১টি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়সাল। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (০১ মে) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয় বলেন তিনি।
বিএনএনিউজ/ নাবিদ